আইটিউনসের অন্তত তিনটি সফটওয়্যার মেধাস্বত্ব আইন লঙ্ঘন করায় অ্যাপলকে ৫৩ কোটি ২৯ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। টেক্সাসভিত্তিক প্যাটেন্ট লাইসেন্সিং কোম্পানি স্মার্টফ্ল্যাশ এলএলসির করা মামলার রায়ে বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানিটিকে এ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের আদালত। অবশ্য মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৮৫ কোটি ২০ লাখ ডলার দাবি করেছিল স্মার্টফ্ল্যাশ। আট ঘণ্টার শুনানি শেষে মঙ্গলবার দেওয়া রায়ে আদালত জানিয়েছেন, স্মার্টফ্ল্যাশের পেটেন্ট প্রযুক্তি অ্যাপল কেবল বিনা অনুমাতিতে ব্যবহারই করেনি, জেনে-বুঝেই করেছে, যা সুস্পষ্টভাবে মেধাস্বত্ব আইনের লঙ্ঘন। এদিকে রায়ের পর অ্যাপল সহসাই অর্থ পরিশোধ করছে না বলে আভাস পাওয়া গেছে। অ্যাপল দাবি করেছে, তারা কারও পেটেন্ট লঙ্ঘন করেনি। কেননা এর পেছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অ্যাপল ঁজানিয়েছে, স্মার্টফ্ল্যাশের মতো সফটওয়্যার কোম্পানি যারা নিজেরা পণ্য তৈরি করে না তাদের জন্য প্যাটেন্ট নীতিমালায় মামলা করার এই অধিকার খর্ব করা উচিত। জরিমানার বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। তবে এ সম্পর্কে অভিযোগকারী প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্মার্টফ্ল্যাশ সফটওয়্যার ব্যবহার করে অ্যাপল আইটিউনসে বিনা অনুমতিতে গান, ভিডিও এবং গেম ডাউনলোড করার অভিযোগে ২০১৩ সালের মে মাসে মামলাটি করা হয়। মামলার শুনানি হয় টেক্সাসের টেইলারে। শুরু থেকেই অ্যাপল মামলাটি বাতিলের জন্য আবেদন করে। তবে আদালত অ্যাপলের যুক্তি আমলে না নিয়ে শুনারি দিন ধার্য করে। এদিকে প্যাটেন্ট আইন লঙ্ঘনের দায়ে অ্যাপলের বিরুদ্ধে ভার্নেটএক্স ইনকরপোরেশনের করা মামলায় ২০০২ সালে ৩৬৮ লাখ ডলার জরিমানা করেছিলেন একই আদালত।