আফগানিস্তানে ৩ দিনে ২৭ শিশু নিহত

SHARE

আফগানিস্তানে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে চলমান তীব্র সংঘাতে গত তিন দিনে অন্তত ২৭ শিশু নিহত হয়েছে।

২৭ শিশু নিহতের ঘটনায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিষয়টি তাদের মর্মাহত করেছে।

বিবিসি বলছে, বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ায় সারাদেশেই সুবিধা করে উঠছে তালেবান। শুক্রবার পর্যন্ত ছয়টি আঞ্চলিক রাজধানী দখলে নিয়েছে তালেবান সৈন্যরা। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে যে আহ্বান জানানো হয়েছে, তারা তা প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তানে গত এক মাসের সংঘাতে ১ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, শিশুদের ওপর নৃশংসতা ‘প্রতিদিনই বাড়ছে’। গত তিন দিনে কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে ২৭ শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া ১৩৬ শিশু আহত হয়েছে।

বিবিসি বলছে, সড়কের পাশে বোমা এবং ক্রসফায়ারে শিশুরা মারা যাচ্ছে। নিহত এক শিশুর মা জানিয়েছে, ছুটির দিনে তারা বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎই একটি বোমা তাদের ঘরে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। এবং তার ১০ বছর বয়সী সন্তান ভয়াবহভাবে পুড়ে যায়।

আফগানিস্তানে চলমান সংঘাতে অনেক শিশু বাড়ি থেকে পালিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।