মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১১ জন সমর্থককে সহিংসতার জন্য কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। অপরাধের ধরন অনুযায়ী তাদেরকে পাঁচ বছর থেকে ৮৮ বছর পর্যন্ত কারাদণ্ড দেয় হয়। তবে সাজাপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
এর আগে, দক্ষিণ কায়রোর মিনিয়ার এই আদালত মার্চ মাসে ৫০০ মুর্শি সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
তাদের বিরুদ্ধে গত বছরের ১৪ আগস্ট কায়রোতে অন্তবর্তী সামরিক সরকারের দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ চলাকালে দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ আনা হয়।
এদিকে, সোমবার একই আদালত মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদি ও মুরসির আরো ৭০০ সমর্থকের বিরুদ্ধে রায় দেয়ার কথা রয়েছে।