নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ

SHARE

nizami24মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্র এবং আসামীপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ আদেশ দেন।

এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে নিজামীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট শিশির মো: মনির এবং আসাদ উদ্দিন।

গত বছরের ২৩ নভেম্বর ফাঁসির দ- থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ আপিলের এ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন। তথ্য প্রমাণসহ সর্বমোট ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীকে মৃত্যুদ-াদেশ দিয়ে রায় ঘোষণা করেন।