মিরসরাইয়ে যুবদল নেতা ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
রোববার রাত ১০ টার সময় উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জিপসন উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকও মিরসরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বাবায়কের দায়িত্ব পালন করছেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র সরকারও উপ-পরিদর্শক মাইন উদ্দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জিপসনের বিরুদ্ধে চলতি হরতালও অবরোধে দায়ের করা চারটি মামলা রয়েছে বলে জানান তারা।
ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন জোরারগঞ্জ থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সামাদ।
এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা-কর্মীরা।
ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।