ফর্মের তুঙ্গে থাকা নোভাক জোকোভিচ উইম্বলডনের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। যুক্তরাষ্ট্রের ডেনিশ কুডলাকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
সেন্টার কোর্টে শুক্রবার ৩৪ বছর বয়সী জোকোভিচ জেতেন ৬-৪, ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ চিলির ক্রিস্তিয়ান গারিন।
উইম্বলডনের মুকুট ধরে রাখার পাশাপাশি জোকোর লক্ষ্য এবার রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়া।
জোকোভিচ জিতলেও পারেননি অ্যান্ডি মারে। এ তারকা শুক্রবার ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারেন শাপোভালোভার কাছে।
এদিকে নারী এককে তিউনিসিয়ার জাবেউরের কাছে ৫-৭, ৬-৩, ৬-২ গেমে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গার্বিনে মুগুরুজা।