নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। ‘২০ দলীয় জোটের অযৌক্তিক হরতাল-অবরোধে পেট্রোলবোমায় সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, যে খোকা সাহেব বিএনপি জোটের সহিংসতার দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছেন সেই সহিংসতাকারীদের সাথে যারা পরামর্শ করছেন তারা জনগণের কাছে চিহ্নিত হয়েছে। সেইসব চিহ্নিতদের এখনই সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি।
‘গত দেড় মাসে সহিংসতায় নিহতদের মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়া হবে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, তারাই মানুষ হত্যা করে তারাই মুক্তিযুদ্ধের সনদ দিতে চাইছে। এটা নিহতদের আত্মা এবং সমগ্র জাতির সাথে উপহাস মাত্র।
এমন বক্তব্যের মানে রাজাকারের কাছ থেকে মুক্তিযুদ্ধের সনদ নেওয়া বলেও মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ জাতির সাথে এমন উপহাস না করতে বিএনপির প্রতি আহ্বান জানান।
বিএনপি-জামায়াতকে নয় জামায়াতই এখন বিএনপিকে চালায় মন্তব্য করে তিনি বলেন, জামায়াত শহীদ মিনারে বিশ্বাস করে না। তারা শহীদ মিনারে ফুলও দেয় না। ঠিক তেমনিভাবে জামায়াতের পরামর্শেই খালেদা জিয়া শহীদ মিনারে না গিয়ে কার্যালয়ে মিলাদের আয়োজন করেছে।
খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নয়, জামায়াতের আমিরে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
এ সময় আরও বক্তব্য দেন-আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।