লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

SHARE

lonch23পদ্মায় লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিকে।

মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আজ সোমবার সকাল পৌনে নয়টা পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ জন।

ডুবে যাওয়া লঞ্চটিকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। লঞ্চটিকে তীরে আনা হয়েছে।

শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে এমভি মোস্তফা রোববার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ১৫ মিনিট পরই কার্গো জাহাজ নার্গিস-১-এর ধাক্কায় লঞ্চটি পাটুরিয়ার অদূরে পদ্মায় ডুবে যায়। যাত্রীরা বলছেন, লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল। এ ঘটনায় গতকাল রাত একটা পর্যন্ত ৪৩ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।