রাশিয়ায় মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৮

SHARE

image_78933_0রাশিয়ার পূর্ব আলতাই অঞ্চলের মাদকাসক্তদের একটি পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত আট জন নিহত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানায়, ক্রাসিলভো হ্রদের কাছাকাছি চিশতি লিস্ট কেন্দ্রে অগ্নিকাণ্ডে আটজন নিহত এবং আরো ছয় জন আহত হয়। কর্মকর্তারা আরো জানায়, অগ্নিকাণ্ডে ভবনটির ছাদ ধসে পড়ে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে উত্তর পশ্চিম নভগোর্ড অঞ্চলের একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৭ জন মারা যায়।

কয়েক মাস আগে, মস্কোর কাছাকাছি একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৮ জন মারা যায়।

একই ধরনের ঘটনায় ২০০৯ সালে উত্তর-পশ্চিম কোমি অঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে ২৩ জন মারা যান এবং ২০০৭ সালে দক্ষিণ রাশিয়ার ক্রাস্নোদরে একটি বাড়িতে ৬৩জন নিহত হয়। ২০০৬ সালে মস্কো একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন লেগে ৪৫জন নারী মারা যায়।