পোষ্য কোটায় ভর্তির যোগ্যতা শিথিল করতে আন্দোলন

SHARE

ju19জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তির যোগ্যতা আবার শিথিল করতে আন্দোলনে নেমেছে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।

ভর্তি পরীক্ষায় নূন্যতম নম্বর পায়নি, এমন ছাত্রদেরও ভর্তির দাবি তুলছেন তারা। তবে অনুত্তীর্ণদের ভর্তি না করা ও আসন সংখ্যা নির্দিষ্ট করতে আন্দোলনের হুমকি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

চলতি বছর ভর্তির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর কর্মচারীদের দাবির মুখে পোষ্যদের ভর্তির যোগ্যতা শিথিল করে প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী এই কোটার প্রার্থীরা শতকরা ৩৫ নম্বর পেলেই ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হন। কিন্তু এই কোটায় পরীক্ষা দেয়া ১৩৯ জনের মধ্য এই নম্বর পেয়েছেন ৪৩ জন।

এখন বাকিদেরকে ১০ নম্বর করে গ্রেস দিয়ে ভর্তির জন্য যোগ্য করে তোলার দাবি তুলছে কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগেও নানা সময় প্রশাসনকে জিম্মি করে নানা সুবিধা আদায় করেছে কর্মকর্তা-কর্মচারীরা। তবে এবার আর তা হতে দিতে চায় না ছাত্ররা। কোটার আসন সংখ্যা নির্দিষ্ট করে দেয়ার দাবিও জানিয়েছে তারা।

কর্মকর্তা-কর্মচারীদের দাবিকে অন্যায্য বলছেন শিক্ষকেরাও। যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি জানালেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি ভর্তি পরীক্ষা কমিটির সচিব মোহাম্মদ আলী।