ভেস্তে যেতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ!

SHARE

aus banআফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। ফিক্সচার অনুযায়ী গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ২১ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশের ম্যাচ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে।

কিন্তু এ ম্যাচ নিয়ে শঙ্কা জেগেছে। ঘূর্ণিঝড়ের কারণে ভেস্তে যেতে পারে অস্ট্রেলিয়া-বাংলাদেশের ময়দানি লড়াই।

কুরিয়ার মেইল বলছে, ব্রিসবেনের মাঠ ঘূর্ণিঝড়ের কারণে অান্তর্দেশীয় হ্রদে পরিণত হবে!

বৃহস্পতি ও শুক্রবার ব্রিসবেনে ঘণ্টায় ৩০০ মাইল বেগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ম্যাচের দিনও বৃষ্টি হতে পারে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে ব্রিসবেনে বুধবার অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আগামী দুদিনও অসিদের অনুশীলন ব্যাহত হতে পারে।

ব্রিসবেনের মাঠ গাব্বা নামেই বেশি পরিচিত। মাঠের কিউরেটর কেভিন মিচেল কুরিয়ার মেইলকে বলেন, এখনকার আবহাওয়া নিয়ে খানিকটা শঙ্কিত। তবে আশা করছি, বৃষ্টি থেমে গেলে শনিবারের ম্যাচ যথাসময়ে আয়োজন করা যাবে। কিন্তু মনে হচ্ছে শনিবারের আগে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যাবে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের।

আবহাওয়ার বর্তমান অবস্থা নিয়ে শঙ্কিত অসি দলপতিও। মাঠে নামার প্রত্যাশা ব্যক্ত করে ক্লার্ক বলেন, আশা করছি, শনিবারের আগেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। উইকেট ও মাঠ ঠিক করার জন্য এখনো যথেস্ট সময় আছে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচসহ এই মাঠে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ হওয়ার কথা রয়েছে।