২৬৭ রানে অলআউট টাইগাররা

SHARE

sakib18অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আফগানিস্তানের কাছে ২৬৭ রানে অলআউট হয়েছে টাইগাররা। ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

খেলার শুরুতে হতাশার ছাপ থাকলেও সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ভালো জবাব দেয় বাংলাদেশ। এই দুই তারকার বিদায়ের পর ফের রানের চাকা থেমে যায়।

৫০ ওভারে সককটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৬৭ রান। সাকিব ৫১ বলে ৬৩ রান করে আউট হন। আর মুশফিক ৭১ রানে আউট হন।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ধীর গতিতে রান তোলার পর ফিরে যান ২ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও আনামুল হক। মাহমুদুল্লাহর সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য সরকার ২৮ রান করে। ২৩ রানে সাজঘরে ফিরেন মাহমুদুল্লাহ। পরে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পরে একে একে সবকটি উইকেট হারায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লা, মুমিনুল, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান দল : আফসারা জাজাই, জাভেদ আহমাদি, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান।