ওয়ানডেতে তামিম-মিঠুনের উন্নতি

SHARE

ক্রাইস্টটার্চের ক্যাচ মিসের মহড়ায় নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে সিরিজ পরাজয় হয়েছে বাংলাদেশের। তবে সে ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন।

আর এর সুবাদে আইসিসির সপ্তাহিক ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে এ দু’জনের। তামিম ৭৮ রান করে তিন ধাপ এগিয়ে ১৯তমস্থানে জায়গা করে নিয়েছেন। আর মিঠুন ৫৭ বলে অপরাজিত ৭৩ করে ৯৪ থেকে ৮২তমস্থানে উঠে এসেছেন।

কিউইদের বিপক্ষে দুটি ওয়ানডে এবং ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের পর খেলোয়াড়দের র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। যেখানে পুনেতে ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৯৪ রান করা ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭ নাম্বার পজিশনে জায়গা করে নিয়েছেন।

একধাপ এগিয়ে ২৪তমস্থানে এসেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। বোলারদের মধ্যে বেন স্টোকস ৭৫ থেকে ৬৪’তে উঠে এসেছেন। আর অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিনে এসেছেন ক্রিস ওকস।

সেই ম্যাচে ৯৮ রান করা ভারতের ওপেনার শিখর ধাওয়ান দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। আর পাঁচ ধাপ এগিয়ে পেসার ভুবেনশ্বর কুমার শীর্ষ ২০’এ উঠে এসেছেন।

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজে কিউই ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে পাঁচ ধাপ এগিয়ে ৩০তমস্থানে উঠেছেন। ১১০ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ক্যারিয়ার সেরা ৬৩১ পয়েন্টও অর্জন করেছেন। আর বোলার ম্যাট হেনরি শীর্ষ ১০-এ এসেছেন (১১ থেকে ৮-এ) ও স্পিনার মিচেল স্যান্টনার আট ধাপ এগিয়ে ২৫তমস্থানে জায়গা করে নিয়েছেন।