কোহলির সেঞ্চুরি, রায়নার হাফ সেঞ্চুরি

SHARE

koyli15পাকিস্তানের বিরুদ্ধে বরাবরের মতোই বিশাল স্কোরের পথে হাঁটছে ভারত। পাক-ভারত ম্যাচও গড়াচ্ছে রান বন্যার লড়াইয়ের পানে।রোববার অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২২তম তম সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি। ১১৯ বলে সেঞ্চুরি করেন তিনি।

সুরেশ রায়নাও ৩৪তম হাফ সেঞ্চুরি করেন। ৪০ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি। এই রিপোট লেখা পযর্ন্ত ৪৩ ওভারে ২ উইকেটে ২৪৫ রান করেছে ভারত। কোহলি ১০১ ও সুরেশ রায়না ৫১ রানে ব্যাট করছেন।

এর আগে ৩৪ রানে রোহিত শর্মার (১৫) উইকেট হারালেও পথ হারায়নি ভারতের ব্যাটিং লাইন। সোহাইল খানের বলে মিসবাহর হাতে ক্যাচ দেন রোহিত। পরে শেখর ধাওয়ান-কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান যোগ করেন।হারিস সোহাইলের বলে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আহমেদ শেহজাদের সরাসরি থ্রোতে রান আউট হন ধাওয়ান। তিনি ৭৬ বলে ৭৩ রান (৭চার, ১ ছয়) করেন।