প্রথম মোবাইল অপারেটর হিসেবে বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ ওয়াইম্যাক্স সেবা চালু করতে যাচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি)অগ্নী সিস্টেমস এবং এডিএন টেলিকম লিমিটেডের সহযোগিতায় ডেটাভিত্তিক এই সেবা চালু করবে অপারেটরটি। নতুন এ সেবার ব্র্যান্ড নেম হবে ‘গো ব্রডব্যান্ড’।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩৫০০ ব্যান্ডে এই ওয়াইম্যাক্স সেবা দিতে যাচ্ছে গ্রামীণফোন। আর এ সেবা দিতে সহযোগী দুই আইএসপি প্রতিষ্ঠান অগ্নি এবং এডিএনের এ ব্যান্ডে ৭ মেগাহার্ডজ করে স্পেকট্রাম রয়েছে।
এর আগে এই প্রতিষ্ঠান দুটির সঙ্গে ফিক্স ওয়াইম্যাক্স চালু করে গ্রামীণফোন।
এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে দুটি আইএসপির সঙ্গে ওয়াইম্যাক্স সেবা চালু করার অনুমোদন নেয় গ্রামীণফোন। তবে দীর্ঘ সময় পর সেবা চালু করলেও প্রথম দফায় দেশের কোন কোন এলাকায় এ সেবা দেয়া কোনো তথ্য জানা যায়নি।
বর্তমানে গ্রামীণফোনসহ আরো কয়েকটি অপারেটর অবশ্য রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াই-ফাই সার্ভিস দিচ্ছে।