অনুমিত চিত্র দিয়েই শুরু হয়েছে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের মাঠের লড়াই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে কন্ডিশনে সংগ্রাম করতে হচ্ছে উপমহাদেশের দেশগুলোকে।শনিবার ক্রাইস্টচার্চ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের ফোয়ারা বইয়ে দিয়েছে স্বাগতিক কিউইরা। কেউ সেঞ্চুরি না করলেও তিন হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩১ রানের বিশাল স্কোর গড়েছে নিউজিল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে ১১১ রানের ওপেনিং জুটি ভালো শুরু এনে দেয় কিউইদের। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৪৯ বলে ৬৫ রান (১০ চার, এক ছয়) করে আউট হলে স্বস্তি ফিরে লঙ্কান শিবিরে। গাপটিল ৪৯, উইলিয়ামসনরা ৫৭ রান করলেও বোলারদের উপর চড়াও হননি।তবে শেষ দিকে কোরি অ্যান্ডারসন শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। তার ঝড়ো ব্যাটিংয়েই স্বাগতিকদের রানটা তিনশো ছাড়িয়েছে। ৪৬ বলে ৭৫ রান করেছেন তিনি ৮টি চার ও ২টি ছয়ে। এলিয়ট ২৯, রনকি অপরাজিত ২৯ রান করেন।