পাঁচ দিন মুলতুবির পর মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন পুনরায় শুরু হচ্ছে।
গত ১৯ জানুয়ারি সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়। গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলার পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।
ইতিমধ্যে এ অধিবেশনের ১৩ কার্য দিবস অতিবাহিত হয়েছে। এর মধ্যে সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসাবে শুরুর দিন গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
পরদিন ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ি তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।
গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ১২তম দিন অতিবাহিত হয়েছে। সংসদ কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ি রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৪৫ ঘন্টা আলোচনার কথা রয়েছে।
আর দশম সংসদের চলতি অধিবেশন আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।