‘ফিফা দ্য বেস্ট’ পুরষ্কার দেয়া হবে রাতে

SHARE

ফিফার বর্ষসেরা পুরষ্কার ‘ফিফা দ্য বেস্ট’ দেয়া হবে আজ। নারী-পুরুষ দুই বিভাগেই সেরাদের নাম ঘোষণা করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সুইজারল্যান্ডের জুরিখে ভার্চুয়াল আয়োজিত হবে এ অনুষ্ঠান।

গত শুক্রবার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। সেরা তিনে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানদস্কি। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে আছেন বায়ার্ন স্ট্রাইকার লেভানদস্কি।

বর্ষসেরা নারী-পুরুষ ফুটবলার ছাড়াও গেল বছরের সেরা গোলকিপার আর সেরা কোচের পুরষ্কারও দেয়া হবে। বছরের সেরা গোলের জন্য দেয়া হবে পুসকাস অ্যাওয়ার্ড। সেরা গোলরক্ষকদের তালিকায় আছেন বায়ার্নের নয়্যার, লিভারপুলের অ্যালিসন বেকার এবং আতলেতিকোর ইয়ান ওবলাক।

সেরা কোচের দৌড়ে আছেন মার্সেলো বিয়েলসা, হ্যান্সি ফ্লিক ও ইয়র্গুন ক্লপ। পুসকাস অ্যাওয়ার্ডের তালিকায় আছেন লুইস সুয়ারেজ এবং সন হিউং মিন।