ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

SHARE

warnerত্রিদেশীয় সিরিজে ভারত-ইংল্যান্ডের বিপক্ষে যেই অস্ট্রেলিয়াকে দেখা গেল বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে অসিদের সেই ‘দুর্দান্ত’ প্রতিরূপ খুঁজে পাওয়া  গেল। রোববার অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারত বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হয়।

টসে জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্য-ন্ত ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮১ রান। অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

৮১ বলে সেঞ্চুরি করার পথে ওয়ার্নার ১৩টি চার ও দুটি ছক্কা মেরেছেন। সর্বশেষ ওয়ার্নার ১০০ ও জর্জ বেইলি ৩০ রান নিয়ে ব্যাট করছেন।

ভারতের হয়ে উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি ও মোহিত শর্মা একটি করে উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন ব্যর্থ হয়েছেন ‘দুর্দান্ত’ ফর্মে থাকা স্টিভেন স্মিথ। মাত্র ১ রান করে উমেশ যাদবের বলে টাইমিংয়ের হেরফেরের কারণে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

এছাড়া অ্যারন ফিঞ্চ ২০ ও শেন ওয়াটসন ২২ রান করে ফিরে গেলেও এখনো ক্রিজে রয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ধোনির ভারত।