গাইবান্ধায় বাসে বোমা: আরো একজনের মৃত্যু

SHARE

busfire15গাইবান্ধায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।

শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ সাজু মিয়া (২৫) মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম।
শুক্রবার রাত প্রায় পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাট এলাকায় নাপু পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে এ পর্যন্ত সাতজন নিহত ও ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকালে দুইজন মারা যান। তারা হলেন- সুজন মিয়া (৯) ও তার মা সোনাভান (৩৫)। শুক্রবার ঘটনাস্থলে মারা যান-সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ কালির খামার গ্রামের রিকশা চালক সৈয়দ আলী ( ৪২), একই উপজেলার পশ্চিম সিচা গ্রামের হালিমা বেওয়া (৪১), চণ্ডিপুরের সুমন মিয়া (২২) ও একই গ্রামের বলরাম দাসের শিশু কন্যা শিল্পী দাস (৭)।