রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মুজাহিদুল ইসলাম (৩৩) নামে ওই যুবক এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে মুজাহিদুলের লাশ শনাক্ত করেন তার ছোট ভাই জাহিদুল ইসলাম। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। জাহিদুল বলেছেন, নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৬শে জানুয়ারি রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাদের বাড়ি লক্ষ্মীপুর। দুই বছর আগে সিঙ্গাপুর গিয়েছিলেন মুজাহিদুল। দুই মাস কাজ করে দেশে ফিরে আসেন। পরে কারওয়ান বাজারের কাঁচামালের ব্যবসা করতেন তিনি। ওই দিন ঘটনার পরে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, মঙ্গলবার গভীর রাতে র্যাব-১০-এর টহল দলকে লক্ষ্য করে পেট্রলবোমা ও গুলি ছোড়ে। এ সময় র্যাবের সদস্যরা গুলি ছুড়লে দুই যুবক আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে র্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও নিহত দুজনের কাছ থেকে কিছু ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন র্যাব কর্মকর্তারা।