‘জনগণকে শ্বাস নিতে দিন’

SHARE

satrodolজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০১ জন সাবেক ছাত্রদল নেতা এক বিবৃতিতে বলেছেন, ”রাষ্ট্রীয় তথা আওয়ামী সন্ত্রাসের হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করে জনগণকে মুক্ত বাতাসে শ্বাস নিতে দিন। সন্তান এবং অসংখ্য নেতাকর্মী হারানো বাকরুদ্ধ এক মা বেগম খালেদা জিয়াকে ন্যূনতম নাগরিক সেবাসমূহ থেকে বঞ্চিত করে, অর্বাচিন এক মামলাবাজের মামলায় বেগম জিয়াকে হুকুমের আসামি করে এবং ক্রসফায়ারের নামে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, জুলুম এবং মামলা-হামলা করে আওয়ামী লীগ জনগণকে বাকশালের সেই পুরোনো ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে- যা থেকে সমগ্র বাংলাদেশ মুক্তি চায়।”

বুধবার এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচনের দাবি করা হয়, অন্যথায় অচিরেই আগত গনঅভ্যুত্থানের মাধ্যমে পতনের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

বিবৃতিদাতা নেতারা হলেন- আশরাফ উদ্দিন খান, মো: আজগর হোসেন, রাশেদুল হাসান মাসুম, আমিনুল হক আলম, মাসুদ হাসান লিটন, সাব্বির হোসাইন,  মো: আশরাফুল আলম জুয়েল, ড: মো: আহসানুল হক, ড. মোঃ মোস্তফা কামাল পাশা,ওয়ালিদ খান,  আব্দুর রহমান বাবুল, জাহেদুল আলম হিটো, সাবিনা ইয়াসমীন, মাকসুদা আক্তার শিল্পী এবং শওকত আলী টুটুল প্রমুখ।