আজ থেকে কলকাতা ওয়াই-ফাই নগরী

SHARE

kalkataআজ ৫ ফেব্রূয়ারি থেকে ভারতের প্রথম ওয়াই-ফাই সিটির তকমা পাচেছ কলকাতা৷ পার্কস্ট্রিট ও জওহরলাল নেহরু রোডের মোড়ে বিকেল পাঁচটায় এই ওয়াই-ফাই ব্যবস্হার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রিলায়েন্সের সাহায্যে কলকাতা পুরসভা এলাকায় ওয়াই-ফাই পরিষেবা শুরু হচ্ছে৷ এর মধ্যেই আরও কিছু বেসরকারি মোবাইল সংস্হা আগ্রহ প্রকাশ করেছে৷ এলাকাভিত্তিক সংস্হাগুলিকে দায়িত্ব দেওয়া হবে৷

কলকাতা পুরসভার পক্ষ থেকেও বিভিন্ন্ জায়গায় নাগরিকদের জানাতে হোর্ডিং ও ভ্রাম্যমান প্রচারের ব্যবস্হা করা হয়েছে৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজেও দফায় দফায় মোবাইল পরিষেবা সংস্হাগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ রিলায়েন্সকে প্রাথমিকভাবে এক হাজার মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দিয়েছে পুরসভা৷ তবে এক্ষেত্রে পুরসভার যা প্রাপ্য তা পুরোটাই মিটিয়ে দিচ্ছে রিলায়েন্স৷ অন্য সংস্হাগুলির ক্ষেত্রেও একইভাবে পুরসভার প্রাপ্য নেওয়া হবে৷ প্রাথমিকভাবে নিখরচায় ওয়াই-ফাই পরিষেবার সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষ৷