রেমিট্যান্স প্রাপ্তির দিক দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্য বাংলাদেশের অবস্থান এখন অষ্টম। প্রথম স্থানে আছে ভারত। শুক্রবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বিশ্বে উন্নয়নশীল দেশগুলো ৪০ হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় পেয়েছে। বাংলাদেশের অবস্থান অষ্টম, ২০১৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে এক হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। ভারত পেয়েছে সাত হাজার কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। দেশটির অভিবাসীরা নিজ দেশে ছয় হাজার কোটি ডলারের অর্থ পাঠিয়েছেন গত বছর।
বিশ্বব্যাংকের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ফিলিপাইন ও মেক্সিকো। আফ্রিকার দেশ নাইজেরিয়া ও মিসর যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। পাকিস্তানের অবস্থান সপ্তম। অষ্টম স্থানে থাকা বাংলাদেশের পরে নবম ও দশম স্থানে আছে যথাক্রমে ভিয়েতনাম ও ইউক্রেন।