বড় হার পাকিস্তানের, সিরিজ নিউজিল্যান্ডের

SHARE

newjilandকেন উইলিয়ামসন ও রস টেইলরের জোড়া সেঞ্চুরিতে সফরকারী পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের করা ৩৬৯ রানের জবাবে মিসবাহ-আফ্রিদিরা গুটিয়ে যায় ২৫০ রানে। ফলে ১১৯ রানের বড় জয় পায় কিউইরা।

মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান সংগ্র্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে উইলিয়ামসন ১১২ ও টেইলর করেন ১০২ রান। এছাড়া গাপটিল করেন ৭৬ রান।

উইলিয়ামসনের ৮৮ বলের ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজানো ছিল। অন্যদিকে টেইলরের ৭০ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছয়ের মার ছিল।

জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিত শেহজাদ-হাফিজ মিলে ১১১ রানের জুটি গড়লেও পরবর্তীতে আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ৪৩.১ ওভারে ২৫০ রানেই গুটিয়ে যায় মিসবাহর দল।

পাকিস্তানের হয়ে হাফিজ ৮৬ ও শেহজাদ করেন ৫৫ রান। অধিনায়ক মিসবাহর ব্যাট থেকে আসে ৪৫ রান।

কিউইদের হয়ে টিম সাউদি, গ্রান্ট ইলিয়ট, নাথান ম্যাককালাম ও অ্যাডাম মিলনে দুটি করে উইকেট লাভ করেন।

১১২ রানের ইনিংসের সুবাদে কেন উইলিয়ামসন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে নিউজিল্যান্ড।

আগামীকালই বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার বিমান ধরার কথা রয়েছে মিসবাহ-আফ্রিদিদের।