৩ বছর বয়সী সন্তানের গুলিতে বাবা-মা আহত

SHARE

gun3মায়ের হাতব্যাগ থেকে পিস্তল নিয়ে বাবা-মাকে গুলি করেছে তিন বছর বয়সী এক ছেলে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকুয়ের্কিউ শহরের একটি হোটেলে শনিবার এই ঘটনা ঘটে। খবর সিএনএন ও এপি’র।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলের একটি কক্ষে অবস্থানকালে মায়ের হাতব্যাগে আইপড খুঁজতে যায় ছেলেটি। ব্যাগটি থেকে সে একটি হাতবন্দুক খুঁজে পায় এবং সেটা দিয়ে বাবা ও মাকে গুলি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।

ছেলেটির বাবার কোমড়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

৮ মাসের গর্ভবতী মায়ের ডান কাঁধে গুলি লেগেছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার সময় কক্ষটিতে ওই দম্পত্তির দুই বছর বয়সী এক মেয়ে থাকলেও তার গায়ে কোনো আঘাত লাগেনি। ওই ছেলে-মেয়েকে বর্তমানে শিশুসেবা কেন্দ্রে রাখা হয়েছে।

আলবুকুয়ের্কিউ জেলা এ্যাটর্নি অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে।

স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, আমেরিকা’স বেস্ট ভ্যালু ইন নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে।