প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বিদায়ী সাক্ষাৎ করেছেন।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শুভেচ্ছাবার্তা শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন তিনি। বাংলাদেশে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেছেন রিভা গাঙ্গুলি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পূর্ব এশিয়ার দেশগুলো দেখভালের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে আগামী বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের একটি নোটভারবাল প্রধানমন্ত্রীর দপ্তরের বিবেচনার পরিপ্রেক্ষিতে আজ ভারতের বিদায়ী হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে, ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন জেসিসির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।




