ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লাগাতার ধর্মঘটের হুমকি

SHARE

satrodolঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

দুই দিনের মধ্যে দাবিপূরণ না হলে ঢাবি ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটেরও হুমকি দেয়া হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথবিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এসব কথা বলেন।
বিবৃতিতে ছাত্রদলের শীর্ষ দুই নেতা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিগত ৬ বছর যাবত জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে এবং এখনো হচ্ছে। এ সময়ে পাঁচ শতাধিক ছাত্রদল নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, যার মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং শিক্ষক নিয়োগে মেধাহীন ছাত্রলীগের ক্যাডারদের নিয়োগ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।
রাজিব ও আকরামুল বলেন, ‘এই নৈরাজ্য চলতে দেয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে।’
ঢাবি উপাচার্যকে ছাত্রলীগের ‘আজ্ঞাবহ’ ও ‘অপকর্মের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তার উদ্দেশে বিবৃতিতে বলা হয়, ‘সাধারণ ছাত্রছাত্রীদের কথা বিবেচনায় রেখে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহন করুন। অন্যথায় ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে লাগাতার ধর্মঘট দিতে বাধ্য হবে।’