যুক্তরাষ্ট্রে দাবানলে ১৫ জনের মৃত্যু

SHARE

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ১২ রাজ্যে প্রায় দুই শতাধিক দাবানলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আগুনের হাত থেকে বাঁচতে ঘর ছাড়ছেন লাখ লাখ মানুষ।

দাবানলের কারণে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বেশ কয়েকটি শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। দাবানলে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে সেখানকার ৪৪ লাখ একর জমি। অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে বড় ও দীর্ঘ দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনীর কর্মীরা।

বিপর্যস্ত ওয়েস্ট কোস্ট থেকে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। কিছু কিছু এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।

দাবানল ছড়িয়ে পড়ায় ওরেগন রাজ্য থেকে ৫ লাখের বেশি মানুষ পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ওয়াশিংটনেও দাবানলের বিস্তৃতি বাড়ছে। রাজ্যটিতে তিন বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।