বিমসটেক কর্মকর্তাদের জাতির পিতার সমাধিসৌধ পরিদর্শন

SHARE

বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) এর মহাসচিব রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের নেতৃত্বে সংস্থার পরিচালকরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর এই মহান নেতার বিদেহী আত্মার চির শান্তি এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমসটেক জানিয়েছে।

এ সময় মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জেসমিন ইসলাম, বিমসটেক-এর সদস্য রাষ্ট্রসমূহের পরিচালকগণ এবং সংস্থার ঢাকাস্থ সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক গঠিত। এর সদস্য দেশগুলোর মোট জনসংখ্যা ১.৬৮ বিলিয়ন।