দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

SHARE

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এমন খবর নিশ্চিত করা হলেও আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়নি। গত মঙ্গলবার থেকে স্কুকুজাতে কালচারাল ক্যাম্প শুরু করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেখানে ৩২ জন ক্রিকেটারের সঙ্গে দলে সহকারী আছেন ১৮ জন। মোট ৫০ জন কালচারাল ক্যাম্পে আছেন।

এই ক্যাম্পের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের মোট ৫০ জনের কভিড-১৯ পরীক্ষা করা হয়। যাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্য থেকে দুজনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে সিএসএ। এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘ভাইরাসের বিস্তার রোধে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করানো হয়েছে। যে দুজন ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের কোনো বদলি নেই। আপাতত তাঁরা সেলফ আইসোলেশনে আছেন।’

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ণবাদী বৈষম্যের কারণেই এই কালচারাল ক্যাম্পের আয়োজন করেছে সিএসএ। বর্ণবাদী সংস্কৃতি বন্ধের উদ্দেশ্যে এর আগে ২০১০ সালেও এমন কালচারাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ক্যাম্পে দলীয় পারফরম্যান্স ছাড়াও খেলার পরিবেশ এবং একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণের বিষয়ে ওয়ার্কশপ করা হবে।