বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে ভর্তি

SHARE

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মিসেস মালেকা খাতুনকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি ডফিন হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টা ১৪ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দরে আনা হয়েছে।

পরে তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তাঁর বয়স আনুমানিক ৯৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার এই বীরমাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর স্বজনরা জানান। তিনি কিডনি সমস্যা, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে দাদি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।

প্রয়াত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।