আন্তর্জাতিক ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন গোতোর মা SHARE Facebook Twitter ছেলে কেনজি গোতোর শিরশ্ছেদের ভিডিও প্রকাশ হওয়ার পর শোকে ভেঙে পড়েছেন তার মা ইশিদো। আজ রোববার তিনি টোকিওর উপকণ্ঠে তার বাড়িতে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার ছেলে বেঁচে নেই, এ খবরটা কষ্টকর। তার মর্মান্তিক মৃত্যুতেত আমি কি বলবো বুঝতে পারছি না। 📸 Download News PhotoCard (1080×1080)