আড়ি পেতে ২ কোটি তথ্য সংগ্রহ করে জার্মান গোয়েন্দা সংস্থা

SHARE

teliটেলিফোনে আড়ি পেতে দিনে প্রায় ২ কোটি ২০ লক্ষ তথ্য জোগাড় করে জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি৷ গোয়েন্দাদের নজর এড়ায় না টেক্সক্ট মেসেজও৷

প্রয়োজনে এসব তথ্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং  জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-কে সরবরাহ করা হয়। জার্মানির জাতীয় সাপ্তাহিক জেইটে এই খবর প্রকাশিত হয়েছে৷

জার্মানির পাঁচটি স্থান থেকে এসব তথ্য জোগাড় করা হয় এবং এক সপ্তাহ সংরক্ষণের পর বেশির ভাগ তথ্যেই মুছে ফেলা হয়৷ এর মধ্যে প্রায় এক শতাংশ তথ্য পরবর্তী বিশ্লেষণের জন্য আর্কাইভে রেখে দেয়া হয়।

এ তথ্য সংগ্রহ করার বিষয়টি বিএনডি তথ্য সংরক্ষণ এবং তথ্য স্বাধীনতা বিষয়ক সংস্থা বিএফডিআই’কে অবহিত করেছে কিনা, তা অবশ্য জানা যায়নি৷ আইনগত দিক থেকে এ বিষয়টি বিএফডিআই’কে অবহিত করতে বাধ্য বিএনডি৷