৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি আগস্টেই

SHARE

করোনা মোকাবেলায় বিশেষ বিসিএসসের মাধ্যমে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে চলেছে পিএসসি। আর চলতি মাসেই ৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার। এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ৪২তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে নিয়োগবিধি সংশোধন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বিধি সংশোধন হওয়ার পর আগস্ট মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।