করোনায় ভারতে একদিনে মারা গেলেন ৭৭১ জন

SHARE

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৯৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩ হাজার ৬৯৫।

আজ সোমবার (৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মারা গেছেন ৭৭১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ১৩৫ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন।

ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

দেশটিতে গত দেড় সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার (১ আগস্ট) রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে। আর গতকাল রবিবার (২ আগস্ট) শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৩৫ জন।