রিজভীকে ডিবিতে হস্তান্তর

SHARE

rizvi31গভীর রাতে রাজধানীর একটি বাসা থেকে ধরে নেয়ার পর শনিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বাড্ডা থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে গোয়েন্দাদের (ডিবি) কাছে হস্তান্তর করে।

এর আগে শনিবার বিকেল ৪টার রিজভীকে ব্যার-১ বাড্ডা থানায় হস্তান্তর করার পরপরই পুলিশ তাকে গোয়েন্দাদের হাতে তোলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জলিল জানান, গত ২৬ জানুয়ারি বাড্ডা এলাকায় একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা বিএনপির এ নেতাকে র‍্যাব-১ শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বারিধারার একটি বাড়ি থেকে আটক করে।

উল্লেখ্য, এর আগে গত ৪ ডিসেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেন। এরপর উত্তরার কোনো এক বাসা থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছিলেন তিনি।