আফ্রিদি ঝড়েও জয় অধরা পাকিস্তানের

SHARE

afridii.jpgfপাকিস্তান: ২১০ (আফ্রিদি ৬৭, ইলিয়ট ৩-২৬)
নিউজিল্যান্ড: ২১৩ (ইলিয়ট ৬৪*, টেলর ৫৯*)

ওয়েলিংটন: আফ্রিদি ঝড়েও জয় পেল না পাকিস্তান৷ শনিবার ওয়েলিংটনে দু’ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারাল নিউজিল্যান্ড৷২১০ রান তাড়া করে মাত্র তিন উইকেট হারিয়ে ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কিউইবাহিনী৷

টস জিতে পাকিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড৷ শুরুটা ভালো হয়নি পাকিস্তানের৷ স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন মুহম্মদ হাফিজ৷১২৭ রানে ছ’ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে  টেনে তোলার মরিয়া চেষ্টা করেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও শাহিদ আফ্রিদি৷ ২৯ বলে ন’টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ‘বুম বুম’ আফ্রিদি৷৮৭ বলে ৫৮ রানেই ইনিংস খেলেন মিসবা৷বাকিরা কেউ রান পাননি৷মিসবা ও আফ্রিদি ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পাক ইনিংস৷৪৫ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান৷গ্র্যান্ট ইলিয়ট ২৬ রান খরচ করে তিনটি  উইকেট তুলে নেন৷

কিউই ইনিংসে সর্বোচ্চ রান করেন ইলিয়টের৷ ৬৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি৷রস টেলর অপরাজিত ৫৯ এবং মার্টিন গুপ্তিল ৩৯ রান করেন৷ দু’ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার নেপিয়ারে৷ ম্যাচের সেরা ইলিয়ট৷