আজ শুরু জাতীয় মৎস্য সপ্তাহ, কাল মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী

SHARE

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রখে আজ মঙ্গলবার (২১ জুলাই) শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০। চলবে ২৭ জুলাই পর্যন্ত।

এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

গতকাল সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।