করোনা নিয়ে প্রতারণা : সাহাবউদ্দিনের তিনজনের বিরুদ্ধে মামলা

SHARE

করোনা নিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রাজধানীর সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার রাতে রাজধানীর গুলশান থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন র‌্যাব।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় হাসপাতালের আটক দুজন ও পলাতক একজনসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, মামলায় সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদির (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।