করোনায় বিএমএ নেত্রী ডা. আইরিন জামানের মৃত্যু

SHARE

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. আইরিন জামান। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. আইরিন জামানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

বিএমএ চট্টগ্রাম শাখা সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবত তাকে আইসিইউ রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) তথ্য অনুযায়ী, ডা. আইরিন জামানের মৃত্যু নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১০ জন চিকিৎসক।