ইবোলা ভাইরাসের ধরণ পাল্টাচ্ছে

SHARE

ebolaaপশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা মহামারী প্রতিরোধে কর্মরত বিজ্ঞানীরা বলেছেন, গত বছর মার্চে প্রথম ইবোলা সনাক্ত হওয়ার পর থেকে এখন ভাইরাসের ধরন অনেকখানি পাল্টে গেছে।

প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটের গবেষকরা এই ভাইরাসের সংক্রমণ রোধে কয়েক’শ রক্তের নমুনা পরীক্ষা করে দেখছেন।
তারা এখন বের করার চেষ্টা করছেন, ইবোলা আরও সংক্রামক হয়ে উঠছে কিনা এবং রোগটির পরীক্ষা প্রক্রিয়ায় তারা কোনো প্রভাব ফেলতে পারবেন কিনা।

সেইসাথে সম্ভাব্য টিকাসহ বিভিন্ন ওষুধের ক্ষেত্রে রোগটির প্রতিক্রিয়া কি হয়, তাও গবেষণা করে দেখছেন তারা।

পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী শুরু হওয়ার পর থেকে সেনেগাল, গিনি এবং লাইবেরিয়ায় এ পর্যন্ত আট হাজারেরও বেশি লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।-বিবিসি