শতবর্ষের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া, সিল করা হলো অন্তরাজ্য সীমানা

SHARE

প্রাণঘাতী করোনার তাণ্ডবে কাঁপছে গোটা বিশ্ব। অস্ট্রেলিয়াতে নতুন করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মধ্যে শত বছরের রেকর্ড ভেঙে অন্তরাজ্য সীমানা সিল করে দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।

১০০ বছর পর সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার সাথে সীমানা বন্ধ করা হয়েছে। এর আগে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লুর সময় একবার ওই সীমানা সিল করা হয়েছিল। ভিক্টোরিয়া, মেলবোর্নে সম্প্রতি বাড়তে শুরু করেছে সংক্রমণ। এইজন্যই সীমান্তে এই চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

ভিক্টোরিয়া রাজ্যে এক দিনেই ১২৭ জন নতুন আক্রান্ত হয়েছে। এছাড়া দু সপ্তাহ পর ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।  এটি মূলত অস্ট্রেলিয়ার অর্থনীতি পুনরুদ্ধার করতে সহায়তা করবে যা তিন দশকের মধ্যে প্রথম মন্দায় চলে এসেছে।

অস্ট্রেলিয়ার প্রধাসনমন্ত্রী স্কট মরিসন জানান, মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিটে এই সীমান্ত সিল করা হবে। এখস পর্যন্ত দেশটিতে ৮ হাজার ৫শ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।