‘জাতীয় দলের ক্যাম্পে ডাকা সবার করোনা পরীক্ষা হবে’

SHARE

ইংলিশ কোচ জেমি ডে’র সঙ্গে দুই বছরের নতুন চুক্তির পরদিনই সভায় বসেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের যে চারটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের সেগুলো সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি কবে শুরু হবে, কীভাবে হবে- এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।
বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ওই সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্পের প্রক্রিয়া শুরু করব। এবারের প্রেক্ষাপট ভিন্ন। তাই ধাপে ধাপে খেলোয়াড় ডেকে তাদের সবাইকে করোনা ভাইরাস টেস্ট করানো হবে। এজন্য আমরা ৪৪ জন খেলোয়াড় ডাকব। তারপর সবার টেস্ট করে দ্রুততম সময়ের মধ্যে ৩৫ বা ৩০ জনে দল নামিয়ে আনা হবে।’
কোচের সঙ্গে দুই বছরের চুক্তি শুরু হবে ১৬ আগস্ট থেকে। তিনি আগস্টের মাঝামাঝিতেই আসবেন। কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘কোচ আসলে তাকেও এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। ২০-২২ আগস্ট আমাদের ক্যাম্প শুরু হয়ে যাবে। ঢাকা বা ঢাকার আশপাশে আমরা আবাসিক ক্যাম্পের স্থান ঠিক করব।’
জেমি ডে’র প্রস্তাব ছিল দেশের বাইরে কোথাও ক্যাম্প করার। এ বিষয়ে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘ক্যাম্প দেশের বাইরে হওয়াটা নির্ভর করছে ওই সময়ের সার্বিক অবস্থার ওপর। আমরা কোন দেশে ক্যাম্প করতে চাইলে সেই দেশ আমাদের নেবে কি না, আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ও আছে- এসব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প হবে কি না- সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘প্র্যাকটিস ম্যাচের বিষয়টাও তাই। কোন দলকে আমন্ত্রণ করলে তারা বাংলাদেশে এসে প্র্যাকটিস ম্যাচ খেলবে কি না, আমাদের হোস্ট কর বে কিনা তার ওপর নির্ভর করবে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ সম্ভব কি না।’