করোনার ওষুধ ডেক্সামেথাসনকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

SHARE

করোনায় জীবন রক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলাফলকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সস্তা ও সহজলভ্য এই ওষুধটিকে করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ বলে দাবি করেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসাস জানান, ডেক্সামেথাসনই প্রথম ওষুধ যেটা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে সক্ষম। এ ঘটনাকে করোনা চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি বলে জানান তিনি। পাশাপাশি ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের ব্যাপারে আশা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
কম ডোজের এই স্টেরয়েডটি ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এছাড়া, অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের মৃত্যুহার এক-পঞ্চমাংশ কমার কথাও জানিয়েছেন তারা।