বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত হচ্ছে

SHARE

করোনাভাইরাসের মধ্যে বাজেট পাসের জন্য সংসদের অধিবেশন ডেকে তা ১২-১৫ দিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখন তা আরও সংক্ষিপ্ত করা হচ্ছে।
এদিকে সব মিলিয়ে এবার বাজেট অধিবেশন ৮-৯ কার্যদিবসে সীমাবদ্ধ হতে পারে। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে।
সোমবার (১৫জুন) সরকারি দলের হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে ২৩, ২৪ ও ২৯ জুন।
২৯ জুন অর্থ বিল পাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের সমাপনী আলোচনায় অংশ নেবেন।
৩০ জুন পাস হবে বাজেট। এরপর একদিন অধিবেশন চলতে পারে।