‘ইউরোপের ৫৫০ নারী জিহাদি ইরাক ও সিরিয়ায়’

SHARE

zihadi girlপশ্চিম ইউরোপ থেকে প্রায় সাড়ে পাঁচশ নারী সিরিয়া ও ইরাকে জিহাদে অংশ নিতে গেছে বলে একটি গবেষণা বলছে। গবেষণাটি প্রকাশ করেছে ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ।

সংগঠনটি তার গবেষণায় বলছে ইসলামিক স্টেটের সাথে কাজ করতে গেছেন তারা।
নারী জিহাদিদের নিয়ে এই প্রথম কোনো বিস্তারিত গবেষণা প্রকাশ হলো।

এই নারীদের অনেকেই ব্যক্তিগত ক্ষোভ বা দু:খ থেকে জিহাদে অংশ নিয়েছেন। তবে অনেকেই কোনো পুরুষের সাথে সম্পর্ক বা বিয়ের কারণে সেখানে গেছেন বলে ওই গবেষণা বলছে।

গবেষক প্রতিষ্ঠানটির মতে ইসলামপন্থী সশস্ত্র আন্দোলনে অংশ নেয়ার ঝুঁকি এই নারীদের অনেকেই অনুধাবন করতে পারেন নি। অনেকেই ফিরে আসতে চাইলেও এখন আর পারছেন না।– বিবিসি