নিজেকে হাস্যকর বানালেন রামদেব

SHARE

ramdebপদ্ম প্রাপকের তালিকায় কখনোই ছিলেন না ভারতের বিতর্কিত যোগগুরু বাবা রামদেব৷ সংবাদমাদধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করেই পদ্ম পুরস্কার নেবেন না বলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়েছিলেন যোগগুরু৷ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা স্পষ্ট করে দেওয়া হয়৷ ইকনমিকস টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্টে এক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়৷ তিনি বলেন, ‘শর্ট লিস্টি বাবা রামদেবের নাম কখনোই ছিল না৷ প্রাথমিক আলোচনাতেও উঠে আসেনি তার নাম৷’ তার দাবি, ব্যক্তিগতভাবে সাত-আট জনকে ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ কেন্দ্রীয় সরকার তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্ম বিভূষণে  সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি৷ তাদের মধ্যে যোগগুরু ছিলেন না৷ রাজনাথ ফোন করেছিলেন অমিতাভ বচ্চন, লালকৃষ্ণ আদবানি ও শ্রী শ্রী রবিশঙ্করকে৷ তবে রামদেবের এক ঘনিষ্ঠ সহযোগীর বক্তব্য, রামদেবকে যদি চূড়ান্ত তালিকায় রাখা না-হয়েই থাকে, তাহলে সংবাদমাধ্যমের রিপোর্ট কেন তৎক্ষণাৎ খারিজ করল না সরকার৷