আজ রাত থেকে পূর্ব রাজাবাজার ‘রেড জোন’ হিসেবে লকডাউন

SHARE

আজ রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে ‘রেড জোন’ হিসাবে লকডাউন করা হচ্ছে। প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এই লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় রাজধানীর ৩৮টি এলাকাকে সংক্রমণের হার ভেদে লাল, সবুজ ও হলুদ এলাকা ভাগ করার প্রস্তাবনা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এমন প্রস্তাব পেয়ে এলাকাগুলোতে লকডাউন ঘোষণার সব প্রস্তুতি নিয়ে রেখেছিল দুই সিটি করপোরেশন। সেই ভিত্তিতেই প্রাথমিকভাবে পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করা হয়।

নির্দেশনা অনুযায়ী, লাল চিহ্নিত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। সর্বসাধারণের চলাচল নিষিদ্ধ থাকবে। ওষুধ ও জরুরি খাদ্য ছাড়া সবধরনের দোকান বন্ধ রাখতে হবে। কেন্দ্রীয় একটি কমিটির অধীনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে পুলিশ, স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি করপোরেশনের প্রতিনিধিসহ স্থানীয়দের সম্পৃক্ত করে কমিটি গঠনের মাধ্যমে লকডাউন বাস্তবায়ন হবে।