আম্পান মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে প্রধানমন্ত্রীকে ম্যাক্রোঁর চিঠি

SHARE

ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে সহায়তার হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
চিঠিতে ম্যাক্রোঁ গত ২০ মে আঘাত হানা আম্পানে দেশে যে মানবিক ও অবকাঠামোগত সংকট তৈরি হয়েছে তাতে দু:খপ্রকাশ করেন।
এই সংকট মোকাবেলায় দুটি এনজিওকে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। দুটির একটি বাংলাদেশের ফ্রেন্ডশিপ এবং অন্যটি ফ্রান্সের সলিডারিটিস ইন্টারন্যাশনাল। দুটি সংস্থা এরই মধ্যে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে স্বাস্থ্য, নিরাপদ পানি ও জরুরি আশ্রয়ের কাজে হাত দিয়েছে। সেটা দ্রুত ও স্থায়ী সহায়তারই অংশ হবে বলে মনে করেন ম্যাক্রোঁ।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সামাজিক-অর্থনৈতিক সঙ্কটের সময়েই এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। তাই সামনেই বাংলাদেশের সমর্থনে ১৫০ মিলিয়ন ইউরোর কনসেশনাল ঋণও বৈধতা দিবে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি।
সবশেষে চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা চাওয়ার সময় থেকেই বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক আরো গভীর হয়েছে। ফ্রান্স জোটবদ্ধতায়, আন্তর্জাতিক আইনের সম্মানে এবং টেকসই ও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সঙ্গীর মতো বাংলাদেশের পাশে থাকবে বলেও জানানো হয় চিঠিতে।